amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের নতুন কমিটির অভিষেক

এম রাসেল সরকার:
জুলাই ২৪, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের নতুন কমিটির অভিষেক হলো। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এই সংগঠনটির ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাবের সভাপতি লায়ন ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড. মো. বশির উল্লাহ’র নেতৃত্বে জেলা, রিজিওন এবং জোন নেতারা।

সভা পরিচালনা করেন লায়ন শেখ আলতাফ মামুন। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি লায়ন মোস্তফা ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক লায়ন রেজাউল হক রেজা, ট্রেজারার লায়ন শাহরিয়ার কবির এবং সাবেক জেলা গভর্নর ওয়েসিস ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শেখ আনিছুর রহমানসহ আরও অনেকে।

সভায় ক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মির বরাত আলী, লায়ন মঞ্জুর মোর্শেদ সিদ্দিকী, লায়ন বোরহান উদ্দিন সিকদার, লায়ন এস এম শাহেদ হাসান, লায়ন এসএম মেহেদী হাসান, লায়ন কাজী সিদ্দিকুর রহমান এবং লায়ন হুমায়ুন কবির বাদশা।

নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড. মো. বশির উল্লাহ।

জেলা গভর্নর বছরের আহবান- ‘জাস্টিস ফর অল’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করার লক্ষে বার্ষিক কর্মপরিকল্পনা পেশ করেন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট উপস্থাপন করে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সকল কার্যক্রম অনুমোদিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।