amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক::
জুলাই ২৫, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এর আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তা। সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, চলতি জুলাই মাসের ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মৎস্যচাষি, মহৎজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান।
অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্যচাষীদের বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন।
প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।