বগুড়ার শেরপুর সাহিত্য চক্র’এর ৬০২তম পাক্ষিক অধিবেশন আজ ২৫ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.৩০ টায় ‘ সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে ‘শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ’এ অনুষ্ঠিত হয়। সমালোচনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক জীবন জুনিয়র।
স্বরচিত লেখা পাঠ করেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, অমরকৃষ্ণ পাল নান্টু, দ্বীপ সরকার, মো. গোলাম রসুল, মো. আমিনুল ইসলাম, জীবন জুনিয়র, আব্দুল জব্বার, মুজাহিদুল ইসলাম, সুশীল চন্দ্র পাল, বি. এম. হাফিজুর রহমান, বিবর্ণ আলম, মো. আব্দুল বারী, সুমন মোহন্ত, মো. রফিকুল ইসলাম মানিক ও সাগর কুমার দত্ত।
উপস্থিত ছিলেন- অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, সাকিল মাহমুদ, নিরঞ্জন সরকার, , রনজিৎ কুমার।
আগামীকাল ২৬ আগস্ট ডা. মুহম্মদ রহমতুল বারী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা করেন সভাপতি সুলতান মাহমুদ রনি। এ বিষয়ক আলোচনায় অংশ নেন- অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, অমর কৃষ্ণ পাল নান্টু, মুজাহিদুল ইসলাম, সাকিল মাহমুদ, বি. এম. হাফিজুর রহমান ও বিবর্ন আলম। সঞ্চালকের দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।