চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রামে চলতি বছর তথা ২৩ সালে ২৩ লক্ষ চারা এবং হাটহাজারীতে দেড় লক্ষ চারা রোপনের উদ্যোগের আওতায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ চারা বিতরণ করেছে।
সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জোবরা উমেশ কিন্ডারগার্ডেন এন্ড হাইস্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্কুল কতৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম স্কুলের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যতে যে কোন কাজে পাশে থাকার জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষিকা শ্যামলী বড়ুয়া, শিক্ষক কাজী মোঃ এরশাদ আলি।
সহ-সাংগঠনিক সুমন পল্লব, দপ্তর সম্পাদক আবুল মনছুর। এসময় প্রচার সম্পাদক মোঃ আবু নোমান, সদস্য এরশাদ আলি, স্কুলের শিক্ষক দোলন কান্তি বড়ুয়া, এ্যানি বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষকগণ স্কুলের আঙিনায় চারা রোপন করেন।