amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির নবগ্রামে ভোক্তা-অধিকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ইমাম বিমান:::
আগস্ট ২৮, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার আয়োজনে ” ভোক্তা অধিকারের শুদ্ধাচার ও উত্তম চর্চা ” বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

” লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার ” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ আগস্ট সোমবার সকাল ১১টায় নবগ্রাম বাজারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, অপূর্ব অধিকারী, উপপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল, সাফিয়া সুলতানা, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখা, নবগ্রাম বাজার কমিটির সভাপতি মো: মশিউর রহমান ভুলু, সাধারন সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ।

উক্ত মত বিনিময় সভায় ঝালকাঠি জেলার সহকারি পরিচালক সাফিয়া সুলতানা ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্যে রাখেন। এ সময় ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধান সম্পর্কে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারনের সম্মুখে তুলে ধরেন। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অমান্যকারীদের প্রচলিত আইনে জরিমানা ও শাস্তির বিবরনও তুলে ধরেন এবং সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।