বগুড়ায় দুইশ গ্রাম গাঁজাসহ শ্রী রতন প্রামানিক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মগলিশপুর মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রতন ওই গ্রামের শ্রী নিবারন প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আটক ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য শহরের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল।
অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে মগলিশপুর এলাকা থেকে দুইশ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।