amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
আগস্ট ২৫, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জে উৎসব উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো শিবগঞ্জ গৃহনির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ চলে ।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফলে জানা যায়, ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপপি পদে ৬৪২ ভোট পেয়ে গরুরগাড়ী প্রতীকে আশরাফুল ইসলাম নির্বাচিত হয়, অপর প্রার্থী ছাতা প্রতীকের প্রার্থী আসাদ আলী পায় ২৮৬ ভোট, সহ-সভাপতি পদে আম প্রতীকের আমিরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), শাপলা প্রতীকের সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকের জামাল উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীকে মুক্তার হোসেন ৫৪২ ভোট ও তালাচাবী প্রতীকে আব্দুল হাকিম ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপর প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে মাসুদুর রানা পায় ৩২৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীকে আজিজুল ইসলাম ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়, অপর প্রার্থী হাতী প্রতীকে বুলু শেখ পায় ২১৬ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে কর্ণি প্রতীকে আজাদুল ইসলাম ৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়, অপর প্রার্থী সিংহ প্রতীকে জুয়েল হোসেন পায় ২১৮ ভোট, কোষাধ্যক্ষ পদে খেজুর গাছ প্রতীকের লেবু প্রামানিক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে ফারুক হোসেন প্রামানিক ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়, অপর প্রার্থী ময়ূর পাখি প্রতীকে বেলাল প্রাং পায় ৩৬২ ভোট, প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকের আতিকুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীকের মোখছেদুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ধর্মীয় সম্পাদক পদে টুপি প্রতীকের মামুনুর রশীদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কার্য নির্বাহী সদস্য পদে বালতি প্রতীকে সুমন মিয়া ৫৬০ ভোট, বেলচা প্রতীকে মনজুর মন্ডল মজনু ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়, অপর প্রার্থী কড়াই প্রতীকের শফিকুল ইসলাম পায় ৩৫০ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, ভোট অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের ৪০জন সদস্য দায়িত্বপালন করছেন। শ্রমিকরা তাদের নেতা নির্ধারণ করার জন্য অধির আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছে। তারা যোগ্য প্রার্থীদেরকেই নির্বাচিত করেছে। আমি আশা করি নতুন পুরাতন সবাই মিলে এ সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
প্রসঙ্গতঃ নির্বাচনে মোট ১০৮১জন ভোটার ছিলেন। ২টি কক্ষে ৮টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।