amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩

ববিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সাকিব ও শরিফুল

মোশাহিদ আনছারী, ববি প্রতিনিধি::
আগস্ট ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মহসিনুল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম। আগামি একবছরের জন্য (২০২৩-২৪) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তানভির হোসেন ও উপদেষ্টা আলমগীর হোসেন শিপন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উক্ত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইখওয়ানুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মহসিনুল ইসলাম সাকিব বলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি ভুক্ত হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, আমাদের সংগঠনের পরিধি ও বাড়ছে।সংগঠনকে একটিভ রাখতে ও সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরিতে কাজ করব ইনশাআল্লাহ।

উক্ত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহ-সভাপতি মোহাম্মদ ইখওয়ানুল ইসলাম বলেন ।আশা করছি আমাদের সবার নিরলস চেষ্টা,পরিশ্রম, মেধা ও মননের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের এই ছাত্র কল্যাণ পরিষদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ব্রাহ্মণবাড়িয়ারদের যেকোনো সহযোগিতা এবং প্রয়োজনে পাশে থাকবে এই জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কবির অয়ন, জাহিদুল ইসলাম ও এস.এম. নাঈম। সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, ফাহিম মুন্তাসির, মোশাহিদ আনছারী, সাকিব আহমেদ খাঁন ও সাইফুল ইসলাম। অর্থ সম্পাদক মোহাম্মদ সিফাত, উপ-অর্থ সম্পাদক মোহাম্মদ লিনুর ভূইয়া, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, নারী বিষয়ক সম্পাদক রিজিয়া খন্দকার পুষ্প, উপ-নারী বিষয়ক সম্পাদক কায়সার নিবির মিমনু ও মারজান সুলতানা। প্রচার সম্পাদক মোহাম্মদ আলিফ মিয়া, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির মিয়া,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল। কার্যকরী সদস্য মোহাম্মদ রানা হাসান, জুনায়েদ বোগদাদ, নাহিদ হোসাইন ও আশিকুর রহমান মুন্না।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যান পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।