amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের অংশগ্রহণে চীনে সাসটেইনেবল ইয়ুথ ক্যাম্প

চীন প্রতিনিধি:
আগস্ট ২৮, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে, গত ২১ থেকে ২৭ আগস্ট সাত দিনব্যাপী “নর্থ ইস্ট এশিয়ান ইয়ুথ ক্যাম্প অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট – ২০২৩” চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। মেগা এই ইভেন্টে দুই জন বাংলাদেশ থেকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ক্যাম্পটি চায়না সং ছিং লিং ফাউন্ডেশন এবং এসকে গ্রুপের যৌথ স্পন্সরে, চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস যৌথভাবে আয়োজন করে।

চিয়াংসি প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক অফিসের পরিচালক ফান ইয়ং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, চায়না সং ছিং লিং ফাউন্ডেশন এর ডেপুটি সেক্রেটারি-জেনারেল উ দিয়ানউ, এবং উহানে কোরিয়ান কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল আন রংচি।

ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীরা চিয়াংশি প্রদেশের নানচাং, চি’য়ান এবং ইচুন শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন শেখার কার্যক্রমের অংশ হিসেবে। তাঁরা চীনের লাল বিপ্লবের পুরোনো স্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনের প্রদর্শনী স্থান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন শিল্প পার্ক, জাতীয় ভূতাত্ত্বিক উদ্যান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, লোক সংস্কৃতি পার্ক এবং অন্যান্য স্থান পরিদর্শন করেন। যাতে করে অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং কৌশল নিজ দেশে প্রয়োগ করতে পারে।

বাংলাদেশ, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ ১২টি দেশের ৩০ জন তরুণ প্রতিনিধি এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।